ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

ইরানে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড

ইরানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে পরিচিত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে দেশটির একটি আদালতে মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, মামলাটি পুনরায় শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ধর্ম অবমাননাসহ অন্যান্য অপরাধে তাতালুকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে প্রসিকিউটরের আপত্তির পর মামলাটি পুনরায় খোলা হয়। এতে নতুন করে প্রমাণ মূল্যায়নের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

 

৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করছিলেন। সেখানে দীর্ঘদিন থাকার পর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

 

তাতালুর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে “পতিতাবৃত্তি প্রচার”, “ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার” এবং “অশ্লীল বিষয়বস্তু প্রকাশ”। এসব অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

 

তাতালুর ক্যারিয়ার নিয়ে নানা বিতর্ক রয়েছে। ২০১৫ সালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন জানিয়ে একটি গান প্রকাশ করেন, যা আন্তর্জাতিক মহলেও আলোচনা তৈরি করে। এছাড়া, ২০১৭ সালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তার একটি টেলিভিশন সাক্ষাৎকার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল।

 

তবে এই মৃত্যুদণ্ডের রায় এখনও চূড়ান্ত নয়। আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

 

এই ঘটনাটি ইরান ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে শিল্পী ও সৃষ্টিশীল কাজের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তুরস্কে বসবাসকালীন তাতালুর কর্মকাণ্ড এবং ইরানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও নতুন করে বিশ্লেষণের দাবি তুলছে।

 

ইরানের আইনি ব্যবস্থায় ধর্মীয় অবমাননার মতো গুরুতর অভিযোগে কঠোর শাস্তির নজির নতুন কিছু নয়। তবে এই ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে, কারণ এটি সঙ্গীতের জগৎ থেকে উঠে আসা একজন বিতর্কিত তারকার সঙ্গে জড়িত।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইরানে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ইরানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে পরিচিত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে দেশটির একটি আদালতে মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, মামলাটি পুনরায় শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ধর্ম অবমাননাসহ অন্যান্য অপরাধে তাতালুকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে প্রসিকিউটরের আপত্তির পর মামলাটি পুনরায় খোলা হয়। এতে নতুন করে প্রমাণ মূল্যায়নের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

 

৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করছিলেন। সেখানে দীর্ঘদিন থাকার পর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

 

তাতালুর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে “পতিতাবৃত্তি প্রচার”, “ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার” এবং “অশ্লীল বিষয়বস্তু প্রকাশ”। এসব অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

 

তাতালুর ক্যারিয়ার নিয়ে নানা বিতর্ক রয়েছে। ২০১৫ সালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন জানিয়ে একটি গান প্রকাশ করেন, যা আন্তর্জাতিক মহলেও আলোচনা তৈরি করে। এছাড়া, ২০১৭ সালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তার একটি টেলিভিশন সাক্ষাৎকার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল।

 

তবে এই মৃত্যুদণ্ডের রায় এখনও চূড়ান্ত নয়। আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

 

এই ঘটনাটি ইরান ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে শিল্পী ও সৃষ্টিশীল কাজের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তুরস্কে বসবাসকালীন তাতালুর কর্মকাণ্ড এবং ইরানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও নতুন করে বিশ্লেষণের দাবি তুলছে।

 

ইরানের আইনি ব্যবস্থায় ধর্মীয় অবমাননার মতো গুরুতর অভিযোগে কঠোর শাস্তির নজির নতুন কিছু নয়। তবে এই ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে, কারণ এটি সঙ্গীতের জগৎ থেকে উঠে আসা একজন বিতর্কিত তারকার সঙ্গে জড়িত।