1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

আকবর ভাইয়ের মেয়েটার জন্য খারাপ লাগছে : জায়েদ খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ , ৬.২৬ অপরাহ্ণ
  • ৪২ বার পড়া হয়েছে

আব্বু আমার কপালে চুমু দিয়ে বলে, এটাই শেষ দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস।’ কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আকবরের একমাত্র কন্যা অথৈ। বাবাকে হারিয়ে ছোট মেয়েটির আহাজারি যেন থাকছেই না।

গায়ক আকবরের মৃত্যুতে শোবিজের অনেকেই শোক প্রকাশ করেছেন। চিত্রনায়ক জায়েদ খান তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মৃত্যু নিশ্চিত। গায়ক আকবর ভাই অনেক চেষ্টা করেছেন বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহতায়ালা সবকিছুই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।

আকবরকন্যার জন্য দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, আকবর ভাইয়ের বাচ্চা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!