ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিষ্ণুমূর্তি। এই মূর্তি রাখার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে এই অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা মূর্তির ওজন ২৯ কেজি। যার দৈর্ঘ্য ২৯ দশমিক ৫০ ইঞ্চি ও প্রস্থ ১২ দশমিক ৭৫ ইঞ্চি। এটি তৈরির উপকরণের ধরন ও মূল্য নির্ণয়ের প্রক্রিয়া চলমান আছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের নাসিম উদ্দিন (২৮), অরিন প্রামাণিক (৩৫) ও আড়ংশাইল বুলবুল আহাম্মেদ (৪০)।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের আল আমিনের পুকুর পাড়ে কয়েকজন শিশু খেলা করছিল। পুকুরে মাছের খাদ্য রাখার ঘরে তারা একটি মূর্তি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করে। এটি সংরক্ষণ ও বিদেশে পাচার করার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র‌্যাব-১২ এই উদ্ধার অভিযান শেষে তাদের বৃহস্পতিবার রাত ১২টার পর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই তিনজনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

আপলোড সময় : ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিষ্ণুমূর্তি। এই মূর্তি রাখার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে এই অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা মূর্তির ওজন ২৯ কেজি। যার দৈর্ঘ্য ২৯ দশমিক ৫০ ইঞ্চি ও প্রস্থ ১২ দশমিক ৭৫ ইঞ্চি। এটি তৈরির উপকরণের ধরন ও মূল্য নির্ণয়ের প্রক্রিয়া চলমান আছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের নাসিম উদ্দিন (২৮), অরিন প্রামাণিক (৩৫) ও আড়ংশাইল বুলবুল আহাম্মেদ (৪০)।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের আল আমিনের পুকুর পাড়ে কয়েকজন শিশু খেলা করছিল। পুকুরে মাছের খাদ্য রাখার ঘরে তারা একটি মূর্তি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করে। এটি সংরক্ষণ ও বিদেশে পাচার করার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র‌্যাব-১২ এই উদ্ধার অভিযান শেষে তাদের বৃহস্পতিবার রাত ১২টার পর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই তিনজনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।