নীলফামারীর ডোমারে মোহাম্মদ মোশাইদুল নামের এক ব্যক্তির বসতঘর থেকে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) উপজেলার কাছারি বামুনিয়া মাঝাপাড়া এলাকায় তার বসত ঘর থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মোশাইদুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ আখতার উদ্দিনের ছেলে।
নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মোশাইদুলের বাড়িতে অভিযান চালাই। তার বসত ঘরে তল্লাসি চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করি। অভিযানের সময় আসামি বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। পরে ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মোহাম্মদ মোশাইদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।