তীব্র খরতাপের পর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের মনে স্বস্তি নেমে এসেছে। এ বৃষ্টি আম ও বিভিন্ন সবজি চাষীদের আশীর্বাদ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে উপজেলাজুড়ে বৃষ্টি হয়।
গত এক মাসেরও বেশি সময় ধরে উপজেলাজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপশি লিচু ও আমের গুটি ঝরে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতের বৃষ্টি হয়েছে এখন মনে অনেকটা প্রশান্তি।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং বৃৃহস্পতিবার ৩টার পরে হালকা বৃষ্টি হয়। বুধবার সারাদিনই আবহাওয়া ছিল ঠান্ডা। দীর্ঘ তাপপ্রবাহের পর এই বৃষ্টি অনকটাই স্বস্তি এনে দিয়েছে বলে জানালেন অনেকেই।