সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলহাজ্ব এম বেলাল হোসেন স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যলয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় জয়পুরহাট একাদশ ৩-১ গোলে সিরাজগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়পুরহাটের হাবিবা খাতুন।
এ সময় আয়োজক কমিটির সভাপতি ইঞ্জি : শওকত ওসমান বলেন, আমাদের গ্রামের কিছু মানুষ আমার বাবার নামে “আলহাজ্ব এম বেলাল হোসেন স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রেতি খেলাটি অনুষ্ঠিত করে। বর্তমানে মেয়েদের স্কুল ফুটবল চালু হওয়ার পর অনুশীলনের সুযোগ-সুবিধা বেড়েছে অনেক, যা বাংলাদেশের ফুটবলে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। মেয়েদের খেলাটি সবার নজরকাড়া পারফরম্যান্স উপস্থাপন করেছে যা কয়েক হাজার দর্শক উপভোগ করেছে।
পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ উপস্থিত ছিলেন , উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, আমিনুজ্জামান অলকসহ আরো অনেকে।