
তুমি আসবে বলে
লুৎফর রহমান (হীরা)
তুমি আসবে বলে,
নতুন সূর্য্য উঠেছে।
তুমি আসবে বলে,
পাখিরা গান ধরেছে।
তুমি আসবে বলে,
প্রজাপতি সুরের ছন্দ তুলেছে।
তুমি আসবে বলে,
আকাশ তারায় তারায় সেজেছে।
তুমি আসবে বলে
বাগানে বাগানে ফুল ফটেছে।
তুমি আসবে বলে,
মৌয়ূর পেখম মেলছে।
বসন্ত তুমি আসবে বলে,
শিমূল লাল রঙ্গে সেজেছে।

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন
সাহিত্য বিভাগ 















