ফাবিন মিনারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ আবিদ রেজা বিজভী। তিনি গত এক যুগে ১৭ বার গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে গেছেন।
অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। গত শনিবার আটক করে রোববার আবিদকে আদালতে হাজির করা হয়। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিউমার্কেট থানা পুলিশ।
উপপরিদর্শক সজিব মিয়া জানান, আমাদের থানায় ১৭টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এগুলোর মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন অর্থদণ্ড দিয়ে সাজা দেওয়া হয়েছে ১৫টি মামলায়। অপর দুইটি সাধারণ মামলা।
সজিব আরও বলেন, আবিদ রেজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তার বিরুদ্ধে অন্তত ৫৪টি মামলা রয়েছে। যার মধ্যে ১৭ মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিউমার্কেট থানায় ছিল। অধিকাংশ মামলাই চেক ডিজঅনারের কারণে হয়েছে।
আবিদের প্রতিষ্ঠানের অফিস হাতিরপুলে ছিল। ওই প্রতিষ্ঠানের আড়ালে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে তিনি প্রতারণাগুলো করেছেন বলে পুলিশ দাবি।