নীলফামারীর সৈয়দপুরে তিন ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত এ তিন ইটভাটাকে জরিমানা করা হয়।
জানা যায়, মেসার্স এ বি এল ব্রিকস, কুজিপুকুর মৌজায় অবস্থিত মেসার্স এম এইচ ই ব্রিকস এবং মেসার্স ইউবিএল ব্রিকস এ তিন ইটভাটাকে জরিমানা করা হয় । এ সময় এই তিনটি ইটভাটার মালিককে অনুমোদন বিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট চার লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
সৈয়দপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।