দেশে আয় অনুযায়ী অতি দরিদ্ররা ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে। দরিদ্ররা তাদের আয়ের প্রায় ৮ শতাংশ ভ্যাট দেয় অথচ ধনীরা ব্যয় করে এক শতাংশ। শনিবার (১৯ নভেম্বর) রাজধানীতে র্যাপিড তাদের গবেষণা প্রতিবেদন তুলে ধরে।
গবেষণা সংস্থাটির তথ্যমতে, ১৯৯০ সালেও একজন গরীবের মাথাপিছু আয় ছিল এক শতাংশের বেশি। ২০১৬ সালে তা দাঁড়ায় শূন্য দশমিক ২৩ শতাংশে। উল্টোদিকে ধনী ব্যক্তির আয় ১৭ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে।
এ ব্যাপারে র্যাপিডের চেয়ারম্যান গবেষক আব্দুর রাজ্জাক বলছেন, ধনীদের তুলনায় গরীবরা ভ্যাট দিয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছে। এতে আয়-ব্যয়ের বৈষম্য আরও বাড়ছে।
তিনি বলেন, বর্তমানে পরোক্ষ কর থেকে রাজস্ব আদায়ের ৬৫ শতাংশ আসে। এর চাপ সহ্য করতে হয় ভোক্তাদের, এর মধ্যে দরিদ্রদের টানতে হয় বেশি। এক্ষেত্রে রাজস্ব বোর্ডের দুর্বলতাকে কারণ হিসেবে তুলে ধরছেন গবেষকরা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে আড়াই লাখের বেশি কিন্তু কর্পোরেট কর দেয় মাত্র ৩৫ হাজার কোম্পানি।