ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে জন্মের পরপরই একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে একটি শিশু মারা গেছে। বাকি চার নবজাতককে ইনকিউবিউটরে রাখা হয়েছে। আমরা তাদের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এর আগে, গত ১২ অক্টোবর সকালে নরমাল ডেলিভারিতে এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন। এর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে ছিল।