চলনবিলে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। জনজীবনে ক্রমেই বাড়ছে ভগান্তি। শীতের তীব্রতা বেড়ে যাওয়া ভোগান্তিতে পড়ছে চলনবিলের মানুষ। চলনবিলের হান্ডিয়াল, মান্নান নগর, তাড়াশ,কাছিকাটা,মহিষলুটি,নওগাঁ,প্রতাপ, বিনোদপুড়, মাটিয়ামালিপাড়া সহ বিভিন্ন জায়গায় সরজমিনে ঘুড়ে দেখা যায় শীত বস্ত্রের দোকান মানুষের উপছেপড়া ভিড়। পৌষ মাস প্রায় শেষের দিকে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। শীতের তীব্রতা বাড়তে শুরু হওয়া জনজীবন অনেকটাই বিপর্য হয়ে পড়েছে। বেড়েছে শীত জনীত নানা রোগের প্রকোপ। বিকেল হওয়া সাথে সাথে শুরু হয় ঘন কুয়াশা ধীরে ধীরে ঢেকে ফেলে জনজীবন। দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলছে। রাত থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত ঘন কুয়শিায় ঢেকে থাকছে প্রকৃতি। দুপুড়ের পর ছাড়া এখন আর সূর্য্য দেখা মেলে না। ফলে স্বাভাবিক ভাবেই গড়ম কাপড়ের দিকে ছটছে মানুষ।