টাঙ্গাইলে বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নিহতের ছেলেকে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ।
নিহত আবু বক্কর সিদ্দিকী (৬৫) ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আটক মাসুদ রানা নিহত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
নিহতের পরিবার জানান, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়।
নিহতের মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, ইতালিতে প্রথম পর্যায়ে কোনো কাজ করতে পারেনি মাসুদ। গত দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে বেশ উত্তেজিত হয়ে যায় সে। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতের কোনো একসময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীকালে রাতেই মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।