দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুইজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কে হলদিবাড়ী এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে ভ্যানচালক লালু ও চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ।
স্থানীয়রা জানায়, চন্ডিপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।