সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে পাঁচ গাড়ির সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৬ আগস্ট) ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওসমানীনগরের আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৪৮) নোয়াখালীর বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আহমদনগর এলাকায় এক ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই খলিলুর নিহত হন।
ওসি মাকছুদুল আমিন জানান, রোববার সকালে খবর পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।