ফুল পাখি
মোঃনূরুজ্জামান সবুজ
রোজ বিহানে ফুল কাননে
ফুল পাখিদের মেলা
গুন গুনিয়ে গান শুনিয়ে
মৌমাছি করে খেলা।
নিশি শেষের শিশির চুমি
ফুল কলিদের দল
সবার আগে কুসুম বাগে
ফুটে করে কোলাহল।
শিউলি তলা হাস্নাহেনায়
ধুলোমেখে লুটোপুটি
রজনীগন্ধ্যা বিলায়ে গন্ধ্য
হেসে হয় কুটি কুটি।
রক্ত রঙ্গীন রক্ত জবায়
গোলাপের কাছে কয়
পুব আকাশে রাঙা রবি
দেখবি যদি আয়।
ফুলেফুলে ওঠে দুলে দুলে
বিলায়ে ফুলের ঘ্রাণ
ফুলপাখি আর ফুলপরিরা
গায় যে ভোরের গান।