
মাদারীপুরে নিখোঁজের তিনদিন পর সৌরভ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সৌরভ শহরের ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার সকালে তাবলীগে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সৌরভ। এক সপ্তাহ পরে ফিরে আসার কথা। এ জন্য পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেনি। সোমবার সকালে কলেজ রোড এলাকার একটি পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শরীরে থাকা জামা-কাপড় দেখে সৌরভের লাশ শনাক্ত করেন স্বজনরা। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
হান্ডিয়াল নিউজ ডেস্কঃ 












