
না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন কিংবদন্তি এই ফুটবলার।
কিংবদন্তি এই ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পৃথিবীর ক্রীড়াপ্রেমীদের মনে। এবার সেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জিতিয়েছেন পেলে। দেশের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ এর বিশ্বকাপ জেতেন পেলে। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় বলেন এই কিংবদন্তি। ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে ১২৭৯ গোল করেছেন পেলে।
বর্ণিল এক জীবন কাটিয়েছেন পেলে। পেয়েছেন অনেক স্বীকৃতি। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে। ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে হয়েছেন শতাব্দীর সেরা খেলোয়াড়।
দেশের অন্যতম সেরা আইকনের বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। আগামী ২ ও ৩ জানুয়ারি সান্তোস ক্লাবে পেলের শেষকৃত্য অনুষ্ঠান হবে। এরপর সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায় সমাহিত করা হবে এই ফুটবলার সম্রাটকে।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
হান্ডিয়াল নিউজ ডেস্কঃ 














