ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালে ষষ্ঠ, সপ্তম, ২০২৪ সালে অষ্টম, নবম ও ২০২৫ সালে দশম। এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। চার শ্রেণির নতুন শিক্ষাক্রমের বই নিয়ে পুরো ২০২২ সাল পর্যন্ত পাইলোটিন করা হয়েছে। যেহেতু শিক্ষায় একেবারে একটি রূপান্তর ঘটছে, সেহেতু শিক্ষাক্রমে আগের তুলনায় পাঠদান ও মূল্যায়নের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেজন্য নতুন বছরজুড়ে এ বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে এবং সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদসহ সকলের ফিডব্যাক নেওয়া হবে। ২০২৪ সালে সংযোজন বিয়োজনসহ যা প্রয়োজন করা হবে।

তিনি বলেন, অতীতের কিছু বইয়ে অনেক ভুল ছিল, তবে করোনার অতিমারিতে সেই ভুলগুলো নিয়ে ব্যাপক কাজ করে সংশোধন করা হয়েছে। এতে ২০২২ সালে বইয়ে তেমন ভুল ছিলো না। আমরা আশা করছি এ বছরও তেমন ভুল থাকবে না। এরপরও কোথাও কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধনের চেষ্টা করব।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (সদস সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু : শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালে ষষ্ঠ, সপ্তম, ২০২৪ সালে অষ্টম, নবম ও ২০২৫ সালে দশম। এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। চার শ্রেণির নতুন শিক্ষাক্রমের বই নিয়ে পুরো ২০২২ সাল পর্যন্ত পাইলোটিন করা হয়েছে। যেহেতু শিক্ষায় একেবারে একটি রূপান্তর ঘটছে, সেহেতু শিক্ষাক্রমে আগের তুলনায় পাঠদান ও মূল্যায়নের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেজন্য নতুন বছরজুড়ে এ বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে এবং সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদসহ সকলের ফিডব্যাক নেওয়া হবে। ২০২৪ সালে সংযোজন বিয়োজনসহ যা প্রয়োজন করা হবে।

তিনি বলেন, অতীতের কিছু বইয়ে অনেক ভুল ছিল, তবে করোনার অতিমারিতে সেই ভুলগুলো নিয়ে ব্যাপক কাজ করে সংশোধন করা হয়েছে। এতে ২০২২ সালে বইয়ে তেমন ভুল ছিলো না। আমরা আশা করছি এ বছরও তেমন ভুল থাকবে না। এরপরও কোথাও কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধনের চেষ্টা করব।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (সদস সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।