ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

কেশবপুরে মঙ্গলবার বিকেলে মজিদপুর ইউনিয়নের বিনাকুড়ের মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সংঘের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে হাজির হন হাজার হাজার মানুষ।
ঘোড়দৌড় প্রতিযোগিতা কমিটির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অভয়নগর উপজেলা থেকে আসা নিছার আলীর আলী বাবা ঘোড়া প্রথম, একই উপজেলার জমির উদ্দিনের ঘোড়া মন্ডল দ্বিতীয় ও হাজী উসমানের ঘোড়া পাখি তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।
উপজেলার পাঁজিয়া থেকে ঘোড়দৌড় দেখতে আসা কলেজ ছাত্র আবদুর রহমান বলেন, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ায় এ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। হাজার হাজার নারী পুরুষ দেখতে এসেছেন এ ঘোড়দৌড়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এ ঘোড়দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপলোড সময় : ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

কেশবপুরে মঙ্গলবার বিকেলে মজিদপুর ইউনিয়নের বিনাকুড়ের মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সংঘের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে হাজির হন হাজার হাজার মানুষ।
ঘোড়দৌড় প্রতিযোগিতা কমিটির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অভয়নগর উপজেলা থেকে আসা নিছার আলীর আলী বাবা ঘোড়া প্রথম, একই উপজেলার জমির উদ্দিনের ঘোড়া মন্ডল দ্বিতীয় ও হাজী উসমানের ঘোড়া পাখি তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।
উপজেলার পাঁজিয়া থেকে ঘোড়দৌড় দেখতে আসা কলেজ ছাত্র আবদুর রহমান বলেন, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ায় এ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। হাজার হাজার নারী পুরুষ দেখতে এসেছেন এ ঘোড়দৌড়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এ ঘোড়দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।