পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা বউ বাজার এলাকায় এক রাতে তিনটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি,চোররা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, কাপড়, বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্তত সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এসে তারা দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পান।
ক্ষতিগ্রস্থ আল হাসান জুয়েলার্স ইলেক্ট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের মালিক শাহজালাল হোসেন বলেন,আমার দোকান থেকে এক ভরি স্বর্নালঙ্কার,৬০ ভরি রুপা ও ৬ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এতে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাগর সাথী বস্ত্রালয়ের মালিক সাইফুল ইসলাম বলেন,আমার দোকান থেকে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, জুতা,সেন্ডেল চুরি হয়েছে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাগর জুয়েলার্সের মালিক সাগর হোসেন এরশাদ বলেন,আমার দোকান থেকে দেড় ভরি স্বর্ণালঙ্কার,৮০ ভরি রুপার গহনা চোররা নিয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।