ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সাদিক কায়েমের বিরুদ্ধে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে দেওয়া বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্রদলের এ প্রতিক্রিয়ার আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

ছাত্রদলের পক্ষ থেকে শেখ তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লিখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন। সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে।

এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে। তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কি না।

প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

আপলোড সময় : ৮ ঘন্টা আগে

ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সাদিক কায়েমের বিরুদ্ধে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে দেওয়া বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্রদলের এ প্রতিক্রিয়ার আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

ছাত্রদলের পক্ষ থেকে শেখ তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লিখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন। সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে।

এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে। তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কি না।

প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।