
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রবীণ নেতা ও দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম। তিনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি দুইবার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসির চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে পাবনা-৩ আসনে এখন পর্যন্ত মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসির চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।
গত ১৭ ডিসেম্বর বুধবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগার। একই দিনে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসির চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।
এ নিয়ে পাবনা-৩ আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন
চাটমোহর উপজেলা প্রতিনিধি 














