
বগুড়া সদর উপজেলা ভূমি অফিস সংস্কার কাজ শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তা। উল্লেখ্য গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা বগুড়া সদর উপজেলা ভূমি অফিসে অগ্নি সংযোগ করে। এতে অফিসের রক্ষিত যাবতীয় ডকুমেন্ট পুড়ে যায়। বিশেষ করে মিস কেস গুলি সমূলে ধ্বংস হয়ে যায়। কিছু কিছু ডকুমেন্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। অফিসের কাগজপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি পুরো বিল্ডিং আগুনে ঝলসে যায়। ভবনটি পুনঃসংস্কার করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে।