
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুরে অবস্থিত রাধাকৃষ্টপুর সর্বজনীন কালী ও দুর্গা মাতার মন্দিরে আজ রবিবার এক সুধীসমাবেশের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। এই মহতী অনুষ্ঠানে এক উদারপ্রাণ ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থ ভুলে মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডের সম্প্রসারণের জন্য তিন শতাংশ জমি দান করেছেন, যা স্থানীয় সমাজে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্রী অনিন চন্দ্র বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন শ্রী চন্দন চন্দ্র বিশ্বাস ও শ্রী রঞ্জন ঠাকুর (উপদেষ্টা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাম নারায়ন কানু, সভাপতি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিশেষ অতিথি: শ্রী সুবির দত্ত, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, রুহুল আমিন (ফটু), সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা কৃষক দল; উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সভাপতি, মোকামতলা উচ্চ বিদ্যালয়, মো. এনামুল হক সরকার, যুগ্ম-আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য। সার্বিক সহযোগিতা: শ্রী দুলাল চন্দ্র বিশ্বাস, শ্রী খোকন সরকার বিদ্যুৎ, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে।