ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

ফেনীর পরশুরামে দপায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন।

মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

আপলোড সময় : ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ফেনীর পরশুরামে দপায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন।

মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।