ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

জিডির পরদিন ড্রেনে ভেসে উঠল লাশ

চট্টগ্রাম নগরীতে ড্রেন থেকে মো. মামুন (৩৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ থাকলেও দুদিন পর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। পরদিনই ড্রেনে ভেসে এলো লাশ।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলশী থানার টাইগারপাস মোড়ে সিএনজি ফিলিং স্টেশনের পাশের ড্রেন থেকে মরদেহটি স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, মরদেহটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসে ড্রেনে আটকে গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত রিকশাচালক মামুন তার স্ত্রীকে নিয়ে নগরীর আমবাগান এলাকায় থাকতেন। গত ১৫ জুলাই বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত বৃহস্পতিবার তার স্ত্রী খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, ‘রিকশাচালক মামুনের পরনে ছিল গেঞ্জি এবং কোমরে লুঙ্গি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, মরদেহটি ড্রেনের পানির সঙ্গে অন্য এলাকা থেকে ভেসে এসেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। তদন্ত করে দেখা হচ্ছে, তাকে খুন করা হয়েছে কি না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

জিডির পরদিন ড্রেনে ভেসে উঠল লাশ

আপলোড সময় : ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরীতে ড্রেন থেকে মো. মামুন (৩৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ থাকলেও দুদিন পর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। পরদিনই ড্রেনে ভেসে এলো লাশ।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলশী থানার টাইগারপাস মোড়ে সিএনজি ফিলিং স্টেশনের পাশের ড্রেন থেকে মরদেহটি স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, মরদেহটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসে ড্রেনে আটকে গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত রিকশাচালক মামুন তার স্ত্রীকে নিয়ে নগরীর আমবাগান এলাকায় থাকতেন। গত ১৫ জুলাই বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত বৃহস্পতিবার তার স্ত্রী খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, ‘রিকশাচালক মামুনের পরনে ছিল গেঞ্জি এবং কোমরে লুঙ্গি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, মরদেহটি ড্রেনের পানির সঙ্গে অন্য এলাকা থেকে ভেসে এসেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। তদন্ত করে দেখা হচ্ছে, তাকে খুন করা হয়েছে কি না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।