আজপাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে অভিযান চালিয়ে ৭০ পিচ চায়না দুয়ারি ও ২ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার ফৈলজানার ডিকসির বিলে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।