শাহরুখ খান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা “পাঠান” বাংলাদেশে আগামী ৫ মে মুক্তি পেতে যাচ্ছে।
সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন গনমাধ্যমকে বলেন, 'বাংলাদেশে বলিউডের "পাঠান" আগামী ৫ মে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।'
তিনি আরও বলেন, 'জানি "পাঠান" ওটিটিসহ অনেক মাধ্যমে এসেছে। কিন্তু হলে সিনেমা দেখার বিষয়টি আলাদা। এটা নতুন দিগন্ত খুলে দেবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।
গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। ফলে এ বছর ১০টি ও ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।
গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে "পাঠান"। ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন শাহরুখ খান,দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম