রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের পরিচয় দেওয়া ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে ডিবি’র জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, চাকু, খেলনা পিস্তল, চ্যানেল আই-এর একটি স্টিকার, পুলিশ লেখাযুক্ত একটি হোল্ডার লাইট ও কাগজ, গাড়ির দুটি নম্বর প্লেট এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাদেরকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চক্রটির সদস্যরা মাইক্রোবাসে একাধিক নম্বর প্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সামনে দাঁড়াতেন এরপর কোনো ব্যক্তি সেখান থেকে টাকা পয়সা নিয়ে বের হলেই তারা তাকে টার্গেট করতেন। পরে তাকে রাস্তায় মাইক্রোবাসের তুলে নিয়ে মধ্য রাস্তায় মারধর করে ফেলে পালিয়ে যেতেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোজাম্মেল হোসেন আপেল, রায়হান শেখ তিতাস, সালেহ আহমেদ ও ইমারত হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম