গরু চারটি পা নিয়ে জন্ম নেয়। তবে মাঝে মাঝে এ নিয়মের ব্যত্যয়ও ঘটে। তেমনি নিয়ম ভেঙে এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামে একটি গরুর বাছুর তিন পা নিয়ে জন্ম নিয়েছে। অপূর্ব ঘোষ নামের এক চাষির গোয়ালে তিন পায়ের এ বকনা বাছুরের জন্ম হয়েছে গত ২০ জানুয়ারি। বাছুরটি নিয়ে বিপাকে এখন অপূর্ব ঘোষ।
অপূর্ব ঘোষ জানান, আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গরুটি কিনেছিলাম। সবাই বলছে বাছুরটি বিক্রি হবে না।
সিংগী গ্রামের বাসিন্দা সমীর ঘোষ জানান, এমন তিন পায়ের বাছুর আমি কখনো দেখিনি।
উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, অপূর্ব ঘোষ গরিব মানুষ। আমি শুনেছি তার গাভীর তিন পায়ের একটি বাছুর হয়েছে। এখানে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। পরিবারটিকে আমি পূর্বেও সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।