মুন্সিগঞ্জের সদর উপজেলায় মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদরের রিকাবীবাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকাগুলো বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের আড়তে যৌথভাবে এই অভিযান চালায় উপজেলা মৎস কার্যালয় ও নৌ পুলিশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান, আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে ওই বাজারে অভিযান চালান তারা। এসময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা।
বিভিন্ন দোকান থেকে জব্দ করা ৩৫ মণ জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়। ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান চলবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান।
তিনি আরও জানান, জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।