যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১ আগস্ট) খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টায় দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন সোনা পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে ও অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি এক শ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম