অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো টাইগার যুবাদের। পাকিস্তানের মাটিতে ১৫ বছর পর সিরিজ জিতল বাংলাদেশের যুব ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিলো লাল সবুজের প্রতিনিধিরা।
সোমবার (১৪ নভেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটার তাইব আরিফের ৮৭ ও আরাফাত মিনহাজের ৪৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।
রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী টাইগাররা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এ ছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।স্পোর্টস ডেস্ক