পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটককৃতরা হলেন,নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলবিয়াসপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ হাসিনুর (৩০) ও পাবনার চাটমোহর উপজেলার হাসুপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আঃ লতিফ (৪৫)।
গোপস সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার এসআই আঃ রহিম এএসআই নুরুজ্জামান ও এএসআই রাশেদুল সঙ্গীয় ফোস নিয়ে চাটমোহর পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে (চৌধুরীপাড়া) থেকে মাদক ব্যবসায়ী হাসিনুর ও লতিফকে আটক করা হয়। এসময় তাদের কাছে রক্ষিত ১০ পুরিয়া হেরোইন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান,মাদবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।