সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, জামালগঞ্জ, দোয়ারাবাজারসহ বেশ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টি হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এই বৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের আকাশ মঙ্গলবার ভোর থেকে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। পরে বুধবার সকালে ওই উপজেলাগুলোতে হালকা বৃষ্টি হয়েছে। তবে একই দিন সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হালকা বৃষ্টি পড়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, বুধবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ধানের জন্য খুব উপকারী।
প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বুধবার সকালে সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে।