ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেহেরপুরের সেই সিনিয়র সহকারী জজ

নির্দেশনা অমান্যের তলবে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান মোবারক মুনিম।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে ২টা ২০মিনিট পর্যন্ত বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মুনিমের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট ফারুকসহ কয়েকজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় আদালত দৈনিক কালবেলায় প্রকাশিত এ বিষয়ে সংবাদও নজরে আনেন। প্রায় ২০ মিনিট ধরে মামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে অঙ্গীকার করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে পারিবারিক আদালতের এক মামলায় হাইকোর্ট জরিমানা ১৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে ছয় মাস সময় দেন এবং মামলার কার্যক্রম স্থগিত রাখেন। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশনা উপেক্ষা করে মেহেরপুরের পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিম অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিটকারী পক্ষের আইনজীবী মো. শাহিদুর রেজা বিষয়টি হাইকোর্টের নজরে আনলে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট তাকে ১০ আগস্ট সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। ১০ আগস্ট তিনি হাজির হলেও ওইদিন হাইকোর্ট পরবর্তী দিন ১১ আগস্ট শুনানি করবে বলে তাকে জানান।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেহেরপুরের সেই সিনিয়র সহকারী জজ

আপলোড সময় : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫

নির্দেশনা অমান্যের তলবে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান মোবারক মুনিম।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে ২টা ২০মিনিট পর্যন্ত বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মুনিমের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট ফারুকসহ কয়েকজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় আদালত দৈনিক কালবেলায় প্রকাশিত এ বিষয়ে সংবাদও নজরে আনেন। প্রায় ২০ মিনিট ধরে মামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে অঙ্গীকার করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে পারিবারিক আদালতের এক মামলায় হাইকোর্ট জরিমানা ১৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে ছয় মাস সময় দেন এবং মামলার কার্যক্রম স্থগিত রাখেন। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশনা উপেক্ষা করে মেহেরপুরের পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিম অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিটকারী পক্ষের আইনজীবী মো. শাহিদুর রেজা বিষয়টি হাইকোর্টের নজরে আনলে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট তাকে ১০ আগস্ট সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। ১০ আগস্ট তিনি হাজির হলেও ওইদিন হাইকোর্ট পরবর্তী দিন ১১ আগস্ট শুনানি করবে বলে তাকে জানান।