টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বংশাই নদীতে গোসল করতে নেমে মো. মাশিয়ান (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিশু মাশিয়ান তার অন্যান্য সাথীদের সঙ্গে মামার বাড়ির সামনে নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যায়।
মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকার মাসুদ তালুকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ২০ পারার হাফেজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, নিখোঁজ মাশিয়ান মামার বাড়ি বেড়াতে এসে তার ৪-৫ জন বন্ধু নিয়ে নদীতে গোসল করতে নামে। এ সময় ৩ জন স্রোতের তোড়ে ভেসে যায়। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাশিয়ানকে উদ্ধার করতে পারেনি।
তিনি আরও জানান, মাশিয়ানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। শিশুটির সন্ধান পেতে তারা কাজ করছে।
টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের লিডার আমজাদ হোসেন জানান, শিশুটির সন্ধান পেতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম