জয়পুরহাটে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েলকে মৃত্যুদণ্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই লাইলী নিহত হন।
ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে পালিয়ে যায়। পরদিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ সালে ২৪শে জুলাই ক্ষেতলাল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা না পওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম