নীলফামারীর ডোমারে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী নির্মল চন্দ্রকে (৪০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আটিয়াবাড়ি (মাস্টারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেঘনা রাণী (৩৫) ডোমার উপজেলার খামার বামুনিয়া এলাকার শচীন চন্দ্র রায়ের মেয়ে। আটক নির্মল চন্দ্র একই উপজেলার আটিয়াবাড়ি এলাকার পুনেল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, কয়েক দিন ধরে স্ত্রী মেঘনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল নির্মল চন্দ্রের। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঝগড়ার এক পর্যায়ে মেঘনা রাণীকে শ্বাসরোধে হত্যা করেন নির্মল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নির্মলকে আটক করে পুলিশ।
ডোমার থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর আটক ব্যক্তিতে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম