সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪০ গ্রামে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
বুধবার (২২ মার্চ) দিনগত রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার তারা প্রথম রোজা রাখবেন।
শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের পির খাজা শাহ সুফি নূরে আক্তার হোসাইনের ছেলে শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারী মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার রোজা রাখবেন।
শরীয়তপুরের সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পালন করেন।