আজ সকাল অনুমান ০৭.০০ টার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন, ঢাকা রাজশাহ মহাসড়কের মান্নান নগর বাজারের পূর্বে, ৭ নম্বর ব্রিজের কাছাকাছি লিংক রোডের পাশে রাস্তার বাঁধের ব্লকের উপর একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির দেহ তাড়াশ থানায় রাখা রয়েছে। উক্ত ব্যক্তি সম্পর্কে নিউজটি লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যায় নাই। কোন ব্যক্তি উক্ত লাশের নাম পরিচয় জেনে থাকেন, তাহলে অফিসার ইনচার্জ, তাড়াশ থানা, সিরাজগঞ্জ, মোবাইল- ০১৩২০-১২৯৬৯৪ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
বিস্তারিত আসছে.....
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম