সরেজমিনে দেখা যায়, সংগঠনটির কার্যালয়ে অনেক নারী এক সঙ্গে কাজ করছেন। কেউ ঝুড়ি বানাচ্ছেন, কেউ কাজ শিখছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাঁশ, বেত, হোগলা পাতা ইত্যাদির ঝুড়ি, ডালা, ব্যাগ, চালন, জুতা সহ তৈরি করা হয় এখানে। সেখানে প্রায় দুইশ ৭৫ নারী প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত রয়েছে।
এ সমস্ত পণ্য পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম