
সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্প দ্রুত অনুমোদন, প্রকল্পের জনবলকে রাজস্বকরণ এবং ১ জানুয়ারি -২০২৫ খ্রিঃ থেকে বকেয়া বেতন ভাতা-প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১৭মে-২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি উক্ত মানববন্ধনে বক্তব্যে রাখেন, উক্ত মানববন্ধন কর্মসূচির আহবায়ক এবং ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ। এসময়ে মানববন্ধন পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকার। এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের মডেল কেয়ার টেকার মোঃ আব্দুল মাজীদ, মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের জেলা সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোঃ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মুফতী মোঃ এনামুল হক।
এসময়ে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা মোঃ আল-আমীন, রায়গঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাকী , বেলকুচি উপজেলার সভাপতি মাওলানা মোঃ সালাউদ্দিন, তাড়াশ উপজেলার মাওলানা মোঃ আসাদ আলী, উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলার মাওলানা মোঃ আব্দুল হাই প্রমুখ। এ সময় মানববন্ধন কর্মসূচিতে জেলার ৯টি উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রায় ৫ শতাধিক শিক্ষক, কেয়ার টেকার, ফিল্ড সুপারভাইজার অংশ গ্রহণ করে। মানববন্ধন পরিশেষে দোয়া ও মোনাজাত করা হয়।