সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এস এম রাকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পচা ডিম ও বাসি খাবার রাখা, ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার হোটেল জলিল, ফুড কেয়ার ও ফরহাদ মেডিসিন সেন্টার হলে অভিযান চালানো হয়। অভিযানে জলিল হোটেলকে ২০ হাজার টাকা, ফুড কেয়ারকে ১০ হাজার টাকা ও ফরহাদ মেডিসিন সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।