নাটোরের সিংড়ায় বিষ দিয়ে দুইটি পুকুরের মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে করে ঐ মাছচাষীর প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার। গত শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সোয়াইড় বালাল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সোয়াইড় বালাল গ্রামে ৪২ ও ১৩ বিঘার দুটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন চৌগ্রামের জাহাঙ্গীর আলম। দুই পুকুরে ১০ মাস আগে ১০ লাখ টাকার মাছ ছাড়েন তিনি। গত শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ দেয় পুকুরে। রাত ২টার দিকে পুকুরের প্রহরীরা দেখতে পায়।
মাছচাষী জাহাঙ্গীর আলম বলেন, আমার পুকুরে বিষ দেয়ায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি।
সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম