গতকাল পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের দরাপপুর জামি মসজিদে জুম্মার নামাজ শেষে হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরার পিতার ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে পরিবারে সদস্য সহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, লুৎফর রহমান হীরার পিতা হৃদ রোগে আক্রান্ত হয়ে ২৭-১২-২০১৪ ইং তারিখে বেলা সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম