ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিঞা।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বেতনহীন নন এমপিও শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে সারাদেশের ভুখানাঙ্গা শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত কষ্টসাধ্য লাগাতার অবস্থান কর্মসূচি ১৭ দিন অতিবাহিত হওয়ার পর ১২ মার্চ সরকার নন এমপিও শিক্ষকদের প্রতিনিধিদের আলোচনার আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানান এবং এমপিওভুক্তির প্রক্রিয়া ও আমাদের প্রস্তাবনা চান। আমরা তড়িঘড়ি করে ১৩ মার্চ খসড়া এবং দুই সপ্তাহ পর চূড়ান্ত প্রস্তাবনা দাখিল করি। কিন্তু আজ পর্যন্ত এমপিওভুক্তির কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। ফলে সারাদেশের নন এমপিও শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে। এ সময় সারাদেশের নন এমপিও শিক্ষকরা ফের কঠোর আন্দোলনের ডাক দিতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ আবতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক আবুবকর মো. এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুপার ফরিদ উদ্দিন নূরীসহ সকল জেলা কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সেলিম মিয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি না করলে ফের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অধ্যক্ষ দবিরুল ইসলাম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা এখন সরকারের দায়িত্ব।

অধ্যক্ষ মনিমুল হক বলেন, সরকার প্রতিশ্রুত এমপিওভুক্তির ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সকল নন এমপিও শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি

আপলোড সময় : ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিঞা।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বেতনহীন নন এমপিও শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে সারাদেশের ভুখানাঙ্গা শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত কষ্টসাধ্য লাগাতার অবস্থান কর্মসূচি ১৭ দিন অতিবাহিত হওয়ার পর ১২ মার্চ সরকার নন এমপিও শিক্ষকদের প্রতিনিধিদের আলোচনার আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানান এবং এমপিওভুক্তির প্রক্রিয়া ও আমাদের প্রস্তাবনা চান। আমরা তড়িঘড়ি করে ১৩ মার্চ খসড়া এবং দুই সপ্তাহ পর চূড়ান্ত প্রস্তাবনা দাখিল করি। কিন্তু আজ পর্যন্ত এমপিওভুক্তির কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। ফলে সারাদেশের নন এমপিও শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে। এ সময় সারাদেশের নন এমপিও শিক্ষকরা ফের কঠোর আন্দোলনের ডাক দিতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ আবতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক আবুবকর মো. এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুপার ফরিদ উদ্দিন নূরীসহ সকল জেলা কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সেলিম মিয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি না করলে ফের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অধ্যক্ষ দবিরুল ইসলাম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা এখন সরকারের দায়িত্ব।

অধ্যক্ষ মনিমুল হক বলেন, সরকার প্রতিশ্রুত এমপিওভুক্তির ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সকল নন এমপিও শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।