কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তায় অভিযান চালিয়ে শরীরে স্কচটেপ প্যাঁচানো চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামাইরা চৌরাস্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মুনসুর আলী (২১) ও একই উপজেলার নন্দীপুর গ্রামের হজরত আলীর ছেলে ফরিদ (৩২)।
উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। পরে অভিযানে মাদক কারবারি ফরিদ ও মুনসুর আলীকে আটক করা হয়। এ সময় তাদের শরীরে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় চার কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম