টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। তবে দল না থাকলেও ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার।
আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন গাজী সোহেল ও শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করা এই দুই আম্পায়ার বিশ্বকাপের ম্যাচগুলোতে মাঠে দায়িত্ব পালন করবেন।
আইসিসির বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য মনোনীত ম্যাচ রেফারিদের নামও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।
এ ছাড়া টুর্নামেন্টের জন্য বিস্তৃত আম্পায়ার প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, পল রেইফেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফসহ বিশ্বের শীর্ষস্থানীয় আম্পায়াররা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম